মোংলার বুড়িরডাঙ্গাকে হারিয়ে রামপালের ঝনঝনিয়া দল চ্যাম্পিয়ান

0
569

মোংলা প্রতিনিধি: কুমলাই প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে রামপালের চেয়ারম্যানের মোড়ের ঝনঝনিয়া দল। শনিবার (২৭ অক্টোবর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মোংলার বুড়িরডাঙ্গা দল ও রামপালের চেয়ারম্যানের মোড়ের ঝনঝনিয়া দল। নির্ধারিত সময়ে কোন দল গোল দিতে না পারায় তা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ঝনঝনিয়া দল বুড়িডাঙ্গাকে ৪ গোল এবং বুড়িরডাঙ্গা দল ঝনঝনিয়া দলকে ০২ গোল দেয়। এতে ০৪-০২ গোলে চ্যাম্পিয়ান হয় ঝনঝনিয়া দল। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর, বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট টিম’র চেয়ারম্যান, পিআইবি’র সাবেক মহাপরিচালক ও কেরাম ফেডারেশন’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. আলহাজ্ব শেখ আব্দুস সালাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দলের হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে একটি টেলিভিশন তুলে দেন। শনিবার দুপুর থেকে ২০ টাকার টিকিট সংগ্রহ করে কুমলাই মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই খেলা উপভোগ করেন কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, বাগেরহাট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ,কে আজাদ কবির ফিরোজ, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ও স্থানীয় ক্রীড়াবিদ শেখ শাহাদাৎ হোসেন।