মোংলাকে দেশের শ্রেষ্ঠ বন্দরে পরিণত করতে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন : তালুকদার খালেক

0
514
dav

মোংলা প্রতিনিধি:
মোংলা বন্দরে খুলনা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সংবর্ধনা ও ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে গত বৃহস্পতিবার বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের হাতে শুভেচ্ছা-অভিনন্দন ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ,কে,এম ফারুক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপালের সাবেক সাংসদ ও বর্তমানে একই আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষিত হতে যাওয়া একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহার ও বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো: গোলাম মোস্তফা।

 

 

সংবর্ধনা ও ইফতার মাহফিলে বন্দর কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারী, কামস্টম, পুলিশ, নৌবাহিনী, কোস্ট গার্ড ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নব নির্বাচিত খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা বন্দর আগামীতে দেশের সর্বশ্রেষ্ঠ বন্দরে পরিণত হবে। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরকে অধিক গুরুত্ব দিয়ে নানা ধরণের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টা নির্মিত পদ্মা সেতুর সুফল মোংলা বন্দরসহ এ এলাকার মানুষ সবচেয়ে বেশি ভোগ করবে। এ জন্য বন্দর ব্যবহারকারী, বন্দর কর্মকর্তা-কর্মচারী ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সকলকেই দায়িত্বশীল এবং আন্তরিক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নব নির্বাচিত হতে যাওয়া স্থানীয় সাংসদ হাবিবুন নাহার, মোংলা বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, বন্দরের সিবিএ’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম পল্টু, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ ও বন্দর ব্যবহারকারী এইচ,এম দুলাল। সংবর্ধনা শেষে ইফতার মাহফিলে বন্দরের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।