মেসি-রোনালদোকে পেছনে ফেলে কোয়ার্টারে ব্রাজিল

0
565

স্পোর্টস ডেস্ক:
এবারের বিশ্বকাপে যে তিন তারকার উপর সকলের দৃষ্টি ছিল তাদের দু’জনের দল ইতোমধ্যে নক আউট পর্ব থেকে বিদায় নিয়েছে। তাই সকলের দৃষ্টি ছিল আজ কী আরেকজন বিদায় বলবেন? কিন্তু সকলের শঙ্কাকে দূর করে দলের জয়ে অবদান রাখেন তারকা খেলোয়াড় নেইমার।

ব্রাজিলের জয়ে নিজে একটি গোল করেন এবং ফিরমিনোকে দিয়ে আরেকটি গোল করান। আর এতে তিনি বিশ্বকাপে পেছনে ফেলে দেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর নতুন রেকর্ড গড়েন তিনি।

৫১ মিনিটে দলের প্রথম গোল করেন নেইমার। যা ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের ষষ্ঠ গোল। আর এ গোলেই তিনি পেছনে ফেলেন মেসি ও রোনালদোকে।

মেসি, নেইমার ও রোনালদো বিশ্বকাপে সকলের গোল সংখ্যা এখন ৬টি। এ ছয়টি গোল করতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি শট করেছিলেন ৬৭টি। অন্যদিকে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর লেগেছে আরো বেশি অর্থাৎ ৭৪টি। সেখানে নেইমার শট নিয়েছেন মাত্র ৩৮টি। হলুদ জার্সি গায়ে ৮৯ ম্যাচে ৫৭টি গোল হলো তার।