মেক্সিকোর বিপক্ষে অনিশ্চয়তায় মার্সেলো

0
320

স্পোর্টস ডেস্ক:
মেক্সিকোর বিরুদ্ধে আজ মাঠে দেখা যেতে পারে দানিলোকে। ব্রাজিল টিমের ডাক্তার জানিয়েছেন, একশো শতাংশ ফিট তিনি। দানিলোর ফেরা নিশ্চয় থাকলেও অনিশ্চয়তায় মার্সেলো।

দানিলোর ফেরা মানে ব্রাজিলের রক্ষণ আরও বেশি শক্তিশালী হবে। রাইট ব্যাক দানিলোর ব্যাপারে ব্রাজিল দলে ডাক্তার রগরিগো লাসমার বলেছেন, ডান পায়ের চোট এখন সারিয়ে উঠেছে ও। দানিলোর ফিটনেস নিয়ে আর কোনও প্রশ্ন নেই।

দানিলো ফিরলেও আশঙ্কা থেকে যাচ্ছে মার্সেলোকে নিয়ে। শনিবার ও রবিবার অবশ্য মার্সেলোকে ব্রাজিলের প্র্যাকটিসে দেখা গিয়েছে। তবে খুব বেশি পরিশ্রম করেননি তিনি। বরং তুলনামূলক হালকা স্ট্রেচিং ও ফিজিকাল এক্সারসাইজের মধ্যে ছিলেন।

রগরিগো লাসমার জানিয়েছেন, ক্লিনিকালি ও ফিট। তবে ওকে খেলানোর সিদ্ধান্তটা কোচের উপর। তিনি চাইলে কোনও ঝুঁকি নাও নিতে পারেন।

গ্রুপ পর্বের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে দশ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল মার্সেলোকে। পিঠের পেশিতে টান লেগেছিল তার।