মুসলিম বিরোধী ¯েøাগানের জেরে বিজেপি নেতাসহ গ্রেপ্তার ৬

0
130

টাইমস ডেস্ক বিদেশ : মুসলিম বিরোধী ¯েøাগানের জেরে বিজেপি নেতা অশ্বীনি উপাধ্যায়সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। রোববার ভারতের রাজধানী দিল্লিতে পার্লামেন্ট ভবন থেকে কিছুটা দূরে অবস্থিত জন্তরমন্তরে এক প্রতিবাদ সভায় মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। সভায় ভারতে থাকা মুসলমানদের হত্যার ও হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ¯েøাগানের ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। তাদেরকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পরে সোমবার বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, করোনার কারণে বিনা অনুমতিতে প্রতিবাদ সভার আয়োজন করেন অভিযুক্তরা। এদিকে, অভিযোগ অস্বীকার করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় জানান, এ ধরনের ¯েøাগানের বিষয়ে কিছু জানেন না তিনি। তাঁর দাবি, মুসলিমবিদ্বেষী কোনো মন্তব্য তিনি করেননি। তিনি বলেন, ভাইরাল ভিডিওর সত্যতা প্রমাণিত হলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশের। বিজেপি নেতা বলেন, সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক পুরনো ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আরভিএস মণি, ফিরোজ বখত আহমেদ ও গজেন্দ্র চৌহানের মতো অতিথি ছিলাম মাত্র।