মুজিব বর্ষের ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ ও বাছাই কমিটি’র সভা অনুষ্ঠিত

0
365

খুলনাটাইমস ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষের ওয়েবসাইট এর কনটেন্ট নির্ধারণ ও বাছাই কমিটি’র এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটি’র আহবায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুজিব বর্ষের ওয়েবসাইটের কনটেন্ট ও তথ্যাদি নিয়ে আলোচনা হয়।
সভায় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত এবং কমিটি’র সদস্য সচিব ব্যারিষ্টার শাহ আলী ফরহাদ উপস্থিত ছিলেন।