মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0
675

টাইমস প্রতিবেদক:
খুলনা নাগরিক ফোরামের সাবেক চেয়ারপার্সন ও খুলনা শিশু ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং খুলনাবাসীর অতিপরিচিত বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। গত বছর এইদিনে ক্যান্সারে ভুগে তিনি ইন্তেকাল করেন।
শেখ আব্দুল কাইয়ুম ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি খুলনা মহানগরীর ২নং কাস্টমঘাট রোডের বাসিন্দা। তার পিতা মৃত শেখ আব্দুল কাদের, মাতা মৃত আমিরা বানু বেগম। তিনি নগরীর সেন্ট যোসেফস হাইস্কুল থেকে ১৯৬৬ সালে এসএসসি পাস করেন। ১৯৭২ সালে আযম খান সরকারী কমার্স কলেজ থেকে বিকম পাস করেন। স্কুল জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৬২ সালের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে ৬ দফার আন্দোলন, ১৯৬৯সালে গণঅভ্যুত্থান অংশ গ্রহণ করেন। ‘৬৯ তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের মার্চ মাসে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন তিনি। একই বছরে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি খুলনার রেডিও সেন্টারে অভিযান এবং কপিলমুনি যুদ্ধসহ নানা স্থানের যুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৩ মার্চ তিনি খুলনার শহীদ হাদিস পার্কে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। ১৯৭৩ সালে জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) যোগদান করেন। প্রায় দুই যুগ জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি পুনরায় আওয়ামী লীগে ফিরে আসেন।