মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৪ সদস্যকে হস্তান্তরে বৈঠক

0
341

খুলনাটাইমস বিদেশ : অনুপ্রবেশকালে অস্ত্রসহ আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির ৪ সদস্যকে হস্তান্তরের জন্য বিজিপি ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক চলছে।বুধবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ পতাকা বৈঠক শুরু করে।এ সময় বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার ও টেকনাফ সেক্টরের কমান্ডার কর্নেল মঞ্জুর আহসান খানসহ ১০ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে বিজিপির ১১ সদস্য অংশ নিয়েছে। বৈঠক শেষে বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তাদের হস্তান্তর করবে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ। এরআগে গত ২৬ আগস্ট রাতে স্পিড বোট নিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়। পরে যাচাই বাছাইয়ের পর আটককৃতরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির সদস্য নিশ্চিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।