মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৯

0
423

আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার সীমান্তবর্তী অঞ্চলটিতে তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সঙ্গে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান অনলাইন।

সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষে নিহত হয়েছে ১৯ জন আর আহত হয়েছে প্রায় ২৪ জন।

অধিকাংর সংগঠনগুলো জানিয়েছে, চীন সীমান্তবর্তী প্রদেশটিতে সম্প্রতি সেনা অভিযানের সংখ্যা বেড়েছে। বিশ্ব সম্প্রদায় যখন রোহিঙ্গা ইস্যুতে নজর দিয়েছে ঠিক তখনই মিয়ানমার সরকার এই অঞ্চলে সেনা অভিযান শুরু করেছে। গত এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের নতুন করে সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

টিএনএলএ’র মুখপাত্র মাজ মাই আইক কিয়াও বলেছেন, ‘ সকাল ৫টার দিকে তিনটি এলাকায় লড়াই শুরু হয়: এর মধ্যে দুটি সেনাঘাঁটি হচ্ছে মুসে এলাকায় এবং অপরটি হচ্ছে লাশিও শহরে যাওয়ার পথে একটি সেতুর কাছে।’