মাহমুদুল্লাহ বিশ্রামে গেছেন, বাদ পড়েননি : মিনহাজুল আবেদীন

0
302

খুলনাটাইমস স্পোর্টস : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ে সিরিজে বাদ দেয়া হয়নি বরং বিশ্রামে রাখার লক্ষ্যেই টেস্ট দলের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সর্বশেষ ১০ ইনিংসে রিয়াদ শুধুমাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বশেষ দুই টেস্টে তিনি যেভাবে আউট হয়েছেন, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তা নির্বাচকদের ব্যথিত করতেই পারে। তারপরও বিশ্রাম দেয়ার লক্ষ্যেই রিয়াদকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন নান্নু। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগে(বিসিএল) এই ব্যাটসম্যান খেলবেন বলেও জানান প্রধান নির্বাচক। রবিবার টেস্ট স্কোয়াড ঘোষনার সময় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন,‘ এই টেস্টে মাহমুদুল্লাহকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের মাটিতে এই খেলার সময় নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দেব। পাকিস্তান সফরকারী টেস্ট দলেও আমরা সেই সুযোগ দিয়েছি। আমরা দীর্ঘ ফর্মেটের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তাদেরকে সুযোগ দিতে চাই।’ টিম ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহকে টেস্ট ক্রিকেট থেকে অবসর দিয়ে শুধু মাত্র সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে যুক্ত করতে চান বলে গুজব রয়েছে। তবে নান্নু বলেন সে ধরনের কোন আলোচনা মাহমুদুল্লাহর সঙ্গে হয়নি। তিনি বলেন,‘ তার সঙ্গে এরকম কোন কথা হয়নি। আমরা তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। সুতরাং আমরা জানি কি কথা হয়েছে। এখানে ভুল বুঝাবুঝির কোন সুযোগ নেই।’ নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দুইজন নতুন মুখ ইয়াসির আলী চৌধুরী ও হাসান মাহমুদকে টেস্ট স্কোয়াডে যুক্ত করেছে। তবে মাহমুদুল্লাহর পরিবর্তিত হিসেবে ইয়াসিরকে স্কোয়াডভুক্ত করার কথা অস্বীকার করেছেন তিনি। নান্নু বলেন,‘ ইয়াসির আমাদের হাই পারফর্মেন্সের (এইচপি) খেলোয়াড়। দীর্ঘ ফর্মেটের ক্রিকেটের জন্য তাকে গড়ে তোলা হয়েছে। এনসিএলে সে ভাল করেছে। সর্বশেষ বিসিএলেও সেঞ্চুরি হাকিয়েছে। সুতরাং নিজেকে প্রমান করতে পারলে সে ভবিষ্যতে আরো সুযোগ পাবে।’ হাসান মাহমুদ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন,‘ আমরা এমন একজন পেসার চাইছিলাম, যিনি ১৪০ কিমি এর অধিক গতিতে বল করতে পারেন। হাসান মাহমুদ হচ্ছে সেই ধরনের বোলার। সে আমাদের নজরে ছিল। তবে তখন সে ভাল পারফর্ম করতে পারেনি। তাই তাকে দলভুক্ত করিনি। তবে সম্প্রতি সে সত্যিই ভাল খেলতে শুরু করেছে। তাই এখন তাকে দলে নেয়া হয়েছে। ’