মাস্ক উৎপাদন করছে ফক্সকন

0
446

খুলনাটাইমস অর্থনীতি :করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতা বৃদ্ধি প্রকল্প শুরু করেছে আইফোনের চীনা অংশীদার ফক্সকন। নিজেদের কারখানায় মাস্ক তৈরি করছে প্রতিষ্ঠানটি।ফক্সকন জানায়, ১৪টি উৎপাদন লাইন মাস্ক তৈরির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেখানে দৈনিক উৎপাদন করা হচ্ছে ১৭ লাখ মাস্ক।প্রতিষ্ঠানটি জানায়, করোনা ভাইরাসের কারণে হঠাৎ মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় সঙ্কট দেখা দিয়েছে।পণ্যটির দামও বেশ বেড়ে গেছে। এ সঙ্কট থেকে উত্তরণে সহায়তার লক্ষ্যে মাস্ক তৈরির প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাড়তি চাহিদার দিকে দৃষ্টি রেখে দৈনিক ২০ লাখ মাস্ক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন।