মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

0
608

খুলনা টাইমস ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তওহীদ হৃদয়ের সেঞ্চুরি এবং সাইফ হাসানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে মালয়েশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। সোমবার মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশের যুবারা।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রানের পাহাড় গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে মাত্র ৭৩ রানে আটকে যায় মালয়েশিয়ার ইনিংস।

যুব এশিয়া কাপে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে নেপালকে ২ উইকেটে পরাজিত করে সাইফের দল। অন্যদিকে আগের দিন ভারতকে হারিয়ে চমকে দেয় নেপাল।

বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে ১২০ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২০ রানের দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক সাইফের ব্যাট থেকে আসে ৯০ রান। এছাড়া আমিনুল ১৭ বলে খেলেন ৩৭ রানের ক্যামিও ইনিংস।

মালয়েশিয়ার সফলতম বোলার হাফিজ। ৯ ওভারে ৭৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া সৈয়দ আজিজ নেন দুটি উইকেট।

৩৩৬ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে শুরু থেকেই কোণঠাসা ছিল মালয়েশিয়া। একের পর এক উইকেট হারাতে থাকা দলটি রান নিতে যেন সংগ্রাম শুরু করেন। ৫০ ওভার শেষে তাই দলটির স্কোরবোর্ডের (৭৩ রান) হতশ্রী অবস্থা!

বাংলাদেশ যুব দলের হয়ে সাখাওয়াত তিনটি এবং আফিফ নেন দুটি উইকেট। নাঈম ১০ ওভারের স্পেলে ৭টি মেডেন নেন।