মারিয়া নামের সিনেমায় বাঁধন

0
345

খুলনাটাইমস বিনোদন: লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন আজমেরী হক বাঁধন। এরপর টিভিসি, নাটক-টেলিছবিতে অভিনয় করে দিনে দিনে তিনি জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে ২০১৮ সাল থেকে হঠাৎ করে আড়ালে রয়েছেন এই তারকা। ওই বছর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করেননি। এরপর থেকেই বাঁধন নেই কোথাও। তবে গেল বছরের শেষ দিকে এসে খবর ছড়ায় সিনেমায় অভিনয় করছেন বাঁধন। এজন্য নিজেকে তৈরি করেছেন নতুন আঙ্গিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও হয় বাঁধনের নতুন লুক। যা বেশ সাড়া ফেলে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। কিন্তু কি সেই সিনেমা সেটি জানা যায়নি। বাঁধনও মুখ খুলেননি। অবশেষে নিশ্চিত হওয়া গেল বাঁধনের এই সিনেমার নাম ‘মারিয়া’। এটি নারী প্রধান একটি চলচ্চিত্র। যেখানে নারীর শক্তি ও ক্ষমতাকে ইতিবাচকভাবে তুলে ধরা হবে। এরইমধ্যে ছবিটির শুটিংও শেষ করেছেন তিনি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বাঁধন এক সংবাদমাধ্যেমকে বলেন, ‘একটি সিনেমার কাজ আমি শেষ করেছি। তবে সেটি নিয়ে কোনো তথ্য দিতে পারছি না বলে দুঃখিত। কারণ ছবিটির পরিচালক ও টিমের পক্ষ থেকে নিষেধ রয়েছে। তারা যখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করবে তখন আমি এ নিয়ে কথা বলতে পারবো।’ ‘মারিয়া’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি এর আগে ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন। ছবিটির ব্যাপারে পরিচালকের কাছে জানতে চাইলে তিনি এ নিয়ে মুখ খুলেননি। এদিকে বিশ্বস্ত সূত্র আরও একটি তথ্য নিশ্চিত করেছে। সেটি হলো ‘মারিয়া’ নামে সিনেমাটি নির্মিত হলেও এর নাম পরিবর্তন হতে পারে। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।