মামলার ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম রোধ করা যাবেনা

0
491

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী মোতাহার রহমান বাবু এবং সাংবাদিক সোহাগ দেওয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। খুলনা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, ফাটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মামলা দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবেনা। প্রয়োজনবোধে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরা হবে। ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে কেউ যদি দুর্নীতি আড়াল করার চেষ্টা করে সাংবাদিক সমাজ লেখনির মধ্য দিয়ে সেই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখোশ উম্মোচন করবে। বর্তমান সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিকদের ফাসানোর চেষ্টা করবেন সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু ও এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাক সুবীর রায় ও মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুন্সি মাহাবুবর আলম সোহাগ, সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা হাসান আহমেদ মোল্লা, আবুল হাসান হিমালয়, এইচ এম আলাউদ্দিন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, টিভি ক্যামেরা এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. আবু সাঈদ, বিএফইউজের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার,বিএফউজের সদস্য আসাদুজ্জামান রিয়াজ, প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মো. আমিরুল ইসলাম, এএইচএম শমিমুজ্জামান, সুনীল কুমার দাস, মাহবুবুর রহমান মুন্না, এস এম ফরিদ রানা প্রমুখ।
খুলনা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এম এম মুজিবুর রহমান, সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট রজব আলী, মহানগর পিপি সুলতানা রহমান শিল্পী, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন, বিপ্লবী ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মনিরুল হক বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, খুলনা মাহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান রাসেল, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংহতি প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জেলা পিপি কাজী আবু শাহীন ও বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের রূপসা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি