মানুষের ভালোবাসার মাঝেই ঈশ্বরকে পাওয়া সম্ভব

0
257

খবর বিজ্ঞপ্তি: খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশিদ বলেছেন, মহামতি যীশু মানব জাতিকে আলোর দিশারী দেখিয়েছেন। যুগ যুগ ধরে পৃথিবীর মানুষকে অন্ধকার হইতে আলোর পথে আর অসত্য পরিহার করে সত্যপথের দিক্ষা দিয়েছেন। সেই দিক্ষা আজও পৃথিবীর অসংখ্য মুক্তিকামী মানুষকে আলোর পথ দেখাইতেছে। খ্রিষ্টধর্মের মূল সুর হইতেছে ভালোবাসা। সুতরাং এই বাণী বুকে ধারণ করে ঈশ্বরকে খুঁজতে হবে। মনে রাখতে হবে মানুষের ভালোবাসার মাঝেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, বিশ্বের দরবারে ব্ংালাদেশ আজ সকল ধর্মের মানুষের সম্পীতির এক রোল মডেল। সকল ধর্মের মানুষরা আজ সর্বত্বভাবে ধর্মীয় উৎসব পালন করছে। এটা শুধু আমাদের দেশে নয়, বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে। তিনি বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটার জলমা আর্শিবাদ চার্চ ও নবজলমা এ,জি, চার্চে খ্রিষ্টয়ধর্মল্বীদের সাথে বড় দিনের শুভেচ্ছা, কেককাটা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
জলমা আর্শিবাদ চার্চে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার প্রবীর মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত কুমার অধিকারী, জেলা আ’লীগ নেতা এ্যাড; এমএম মুজিবুর রহমান, সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড: ফরিদ আহম্মেদ, এ্যাড: নিমাই চন্দ্র রায়, এ্যাড: নবকুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন ও এ্যাড: শাহ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগনেতা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, রবীন্দ্রনাথ ঢালী, নারায়ন চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা বিনয়কৃষ্ণ সরকার, কার্তিক চন্দ্র বিশ্বাস, চেয়ারম্যান শেখ হাদি-উ-জ্জামান হাদী, চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, জেলা যুবলীগনেতা আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, এসএম ফরিদ রানা, জেলা ছাত্রলীগনেতা ইমরান হোসেন, তাপস জোয়াদ্দার, রেজাউল ইসলাম, কবির আহম্মেদ মনা, মোশররফ হোসেন, বিপ্লব মল্লিক, এসএম সাহাবুদ্দীন, কার্তিক টিকাদার, নারায়ন চন্দ্র মন্ডল, হরিচাঁন ঢাকই, মনারুল ইসলাম, ফকরুল ইসলাম, প্রদীপ দত্ত, শেখ মনিরুজ্জামান মনি, ইন্দ্রোজীৎ টিকাদার, তানভীর রহমান আকাশ, বিএম আব্দুল হাই, বিকাশ হালদার, গাজী রুবেল, জলমা আর্শিবাদ ও এ, জি, চার্চনেতা জন দিলীপ সরকার, মিসেস সিসিলিয়া, প্রতীক সরকার, মিসেস সন্ধ্যা বিশ্বাস, মিসেস অনুভা রায়, সায়মন বিশ্বাস, মিসেস বীনা বিশ্বাস, মিসেস আলোমতি বৈদ্য, ধীরেন বৈরাগী। মতবিনিময় শেষে চার্চ নেতৃবৃন্দ ও শিশুদের নিয়ে কেক কাটেন এবং শীতার্থদের জন্য কম্বল বিতরণ করেন।