মাদক মামলায় সাংবাদিক জলিলের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল

0
235

নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে সাংবাদিক জলিলের বিরুদ্ধে মাদক মামলায় চার্জ সীট দাখিল করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম আদালতে এ চার্জসীট দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়- “মামলাটি তদন্তকালে আসামীর ফেন্সিডিল ঘটনাস্থলে স্থানীয় লোকজন, জব্দ তালিকার সাক্ষী এবং সরকারী সাক্ষী সকলেই সত্যতা ও সাক্ষ্য প্রমানে, রাসায়নিক পরীক্ষার রিপোর্টে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে আমার নিকট সত্য প্রমাণিত হওয়া গ্রেফতারকৃত আসামী এম এ জলিল (৫২) পিতা মৃত: নাদিরুজ্জামান, মাতা মৃত: জোহরা খাতুন সাং-বাসা নং ৮৩ মুসলমানপাড়া মেইন রোড, খুলনা এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সনের ৩৬(১) টেবিলের ১৪(খ) ধারায় খুলনা সদর থানায় অভিযোগপত্র নং-৪৬৮, ২৮/০৮/২০১৯ ইং তারিখে আদালতে বিচারার্থে দাখিল করলাম।”
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আব্দুল জলিলের মুসলমানপাড়া বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার বাদি হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।