মাদকদ্রব্য কর্মকর্তাদের আইনের প্রয়োগ বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষন শুরু

0
372

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টাফদের ‘মাদক অপরাধ দমনে আইনের প্রয়োগ এবং কর্মকৌশল ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে  নগরীর সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা শুরু হয়। আগামী ২২ এপ্রিল এ কর্মশালা শেষ হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন । জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন ।
এ সময় খুলনা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তওে কর্মরত উপ-পরিচালক, সহকারি পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শক ও সিপাহীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক অপরাধ দমনে আইনের প্রয়োগ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।