মাদকদ্রব্য’র অধিদপ্তরের অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ৩, সাজা প্রদান

0
418

স্টাফ রিপোর্টার :
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার নগরীর সোনাডাঙ্গাথানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শামীম শেখ (৩৫) ও তার স্ত্রী আসমা বেগম (২৫) এবং আতাউর মল্লিক (৩৫)। এদের মধ্যে শামীম ও আতাউরকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- এবং আসমাকে ৫ দিনের সাজা প্রদান করা হয়। জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন এলাকায় শেখ পাড়া বিকে রোডে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত খোকন শেখের পুত্র শামীম শেখ ও তার স্ত্রী আসমা বেগম এবং মৃত সায়েদ আলী মল্লিকের পুত্র আতাউর মল্লিককে আটক করেন। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লিখিত সাজা প্রদান করা হয়।