মাদককে না বলার শপথ নিয়ে মংলায় ৮ সেবনকারীর আত্মসমর্পন

0
441

মংল প্রতিনিধি:
মাদককে না বলার শপথ নিয়ে মংলায় আবারো স্বেচ্ছায় প্রশাসনের কাছে আত্মসমর্পন করেছে ৮ মাদক সেবনকারী। সোমবার সকালে মংলার মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদারের আহŸানে সাড়া দিয়ে এবং মংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের তৎপরতায় এসব মাদক সেবনকারীরা মংলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল আলমের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করে। পরে এসব মাদক সেবনকারীদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলামের করা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বিচারক ৮ মাদকসেবী সবাইকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আত্মসমর্পনকারী মাদক সেবীরা হলেন, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ গ্রামের সুবির মন্ডলের ছেলে সমির মন্ডল (৫৬), আর্শিনী মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩৫), স্বপন শিকারীর ছেলে শোভন শিকারী (২৩), প্রকাশ সরকার’র ছেলে পার্থ সরকার (৩৮) ও একই এলাকার মোসলেম শেখ’র ছেলে কালাম শেখ (৪০),একই ইউনিয়নের সাতগড়িয়া গ্রাম এলাকার মোস্তফা শেখ’র ছেলে আলমগীর শেখ (২৫), প্রমানন্দ মন্ডল’র ছেলে সন্তস কুমার মন্ডল (৩৬) ও একই এলাকার ওমর আলী শেখ’র ছেলে কামাল শেখ (২৮)। এদের সবার বাড়ি মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে। এসব মাদক সেবীরনা ভবিষ্যতে আর কখনও মাদক সেবন করবে না বলে প্রশাসনের কাছে শপথ বাক্য পাঠ করেন। গতকাল দুপুরে আদারতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।