মাত্তমডাঙ্গায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালঙ্গার চুরি

0
320

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানা এলাকায় হঠাৎ করে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত বুধবার ইষ্টার্ণগেট বাজারের ৫টি দোকান চুরির ঘটনার আটচল্লিশ ঘন্টা মধ্যে আরও এক বাড়ীতে চুরির খবর পাওয়া গেছে। একের পর এক চুরির ঘটনা থানা পুলিশ যেন কোন ভাবে নিয়ন্ত্রনে আনতে পারছেনা। এ সকল চুরির ঘটনায় পুলিশ মালামল উদ্ধার বা জড়িত কাউকে গ্রেফতার করতে পরিনি। উপযুপুরি চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ১৭ আগস্ট শুক্রবার রাতে মাত্তমডাঙ্গা ল্যাটেক্রোর সামনে গফফার ফকিরের বাড়ীর গেটের এবং রুমের দর্জার তালা ভেঙ্গে ঘরের রাখা নগদ ৫/৭ হাজার টাকা এবং স্বর্ণালঙ্গার চোরেরা নিয়ে যায়। গফফারের ছেলে সাগর জানান বাড়ীর লোকজন তাদের এক আত্মিয়ের বাসাতে বেড়াতে যাওয়ায় বাড়ী ফাকা পেয়ে চোরেরা গেটের এবং দর্জার তালা ভেঙ্গে নগদ টাকা এবং স্বর্ণালঙ্গার নিয়ে যায়। এলাকার মেম্বর মাহমুদ জানান চোরেরা সুযোগ বুঝে ঘরের মধ্যে থাকা নগদ টাকা এবং স্বর্ণালঙ্গার নিয়ে যাওয়ার খবর জানতে পেরেছি। উল্লেখ্য গত ১৫ আগস্ট দিবাগত গভীর রাতে ইষ্টার্ণগেট বাজারের ৫টি দোকানে টিনের চাল কেটে একই কায়দায় নগদ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।