মাটি ও মানুষের দল আওয়ামীলীগ : মাহবুব আলম সোহাগ

0
281

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে খুলনা মহানগর আওয়ামীলগের দপ্তর সম্পাদক মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগ বলেন, জন্ম লগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামীলীগ মাটি ও মানুষের দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই দলের হাল ধরার পর থেকেই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে তিনি সংগঠনকে শক্তিশালী করেছেন। তার ধারাবাহিকতায় ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গনঅভূত্থান, ৭০’র সাধারন নির্বাচন এবং সর্বপরি বাঙ্গালির যে দাবি এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙ্গারী জাতি স্বাধীনতার অর্জন করে। এই স্বাধীনতার অর্জনের মধ্যে দিয়ে বাঙ্গালী জাতি একটি নিজস্ব স্বাধীন ভুখন্ড খুজে পায় বঙ্গবন্ধুর নেতৃত্বে। যখন যুদ্ধ বিধ্বস্ত দেশকে সুসংগঠিত করে যখন একটি জায়গায় দাড় করানো চেষ্টা করছিলেন তখনি স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তার পর থেকে বাঙ্গালী জাতির মুখ বন্ধ হয়ে যায় থেমে যায় গনতন্ত্র। পরবর্তীতে জাতির পিতার সুযোগ্য কন্যা দেশে ফিরে এসে আবার গনতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেন। তার পরেও অনেক জুলুম নির্যাতন হয়েছে। তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি সকল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আবার দলকে সুসংগঠিত করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ একটি গনতান্ত্রিক দল আর কোনো গনতান্ত্রিক দল কখনো নির্বাচন থেকে পিছিয়ে আসেনা। আর তাই জননেত্রী শেখ হাসিনা এত অত্যাচারের মধ্যেও তিনি নির্বাচন থেকে পিছিয়ে আসেননি। অবশেষে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রক্ত পাতের মধ্য দিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসে। এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বর্ন যুগ ছিল সেই সময়টা। পরবর্তীতে ভূয়া ভোটারের মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা গ্রহন করে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল বাঙ্গারী জাতির একটি কলঙ্ক জনক অধ্যায়। পরবর্তীতে তত্বাবধায়ক সরকার আসে সেসময় আমার নেত্রীকে গ্রেফতার করা হয়। আবার বাঙ্গালীর আন্দোলনের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরের নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসে সেখান থেকে চলছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়ন ও গনতন্ত্র। একই সাথে দুটি ধারা অব্যাহত আেেছ।
তিনি আরো বলেন আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করেছি সেখান থেকে পর্যায়ক্রমে বর্তমানে খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসাবে আছি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হলে দলকে ঐকবদ্ধভাবে শক্তিশালী হতে হবে। সেই সাথে এক বছর পরেই নির্বাচন তাই সব সংগঠনকে পুর্নগঠন কওে ত্যাগী কর্মীদেও ফিরিয়ে আনার আহবান জানান।