মাঘরী আহছানিয়া মিশনে বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন

0
123

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার মাঘরীতে বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় মাঘরী আহছানিয়া শাখা মিশনের আয়োজনে মিশন চত্বরে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এতে মাঘরী আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব একরামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন হালদারের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন নলতা রওজা শরীফের খাদেম আলহাজ্ব আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, চিকিৎসা সেবা কেন্দ্রের পৃষ্ঠপোষক আবু আহম্মেদ, যুগ্ম-সম্পাদক ডা. নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় মিশনের সদস্য আলহাজ্ব ইউনুস আলী, খায়রুল হাসান, শাহী মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ, চিকিৎসা কেন্দ্রের তত্বাবধায়ক ডাঃ আলহাজ্ব আকবর হোসেন, লিয়াজো কমিটির সদস্য আবুল কাশেম, আলহাজ্ব রজব আলী, আওলাদেপীর মুশিদুল হক দুলদুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুস সত্তার, মাঘরী জামে মসজিদের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ সহ বিভিন্ন শাখা মিশনের নেতৃবৃন্দরা। সপ্তাহের প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার মাঘরী আহছানিয়া মিশনের চিকিৎসা সেবা কেন্দ্রে গরীব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, ১৯৩৫ সালে খানবাহাদুর আহছান উল্লা কালিগঞ্জের নলতায় কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৩৮ সালে দেবহাটার মাঘরী প্রায়ত মৌলুবী এনায়েতুল্লাহ মন্ডল, রিয়াজতুল্লাহ মন্ডল, কামাল উদ্দীন মন্ডল এর ঐকান্তিক প্রচেষ্টায় পীর কেবলার পরামর্শে মাঘরী আহছানিয়া শাখা মিশন প্রতিষ্ঠিত হয়। সেই থেকে মিশনটি বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় উক্ত চিকিৎসা সেবা কেন্দ্র চালু করা হয়েছে।