মহেশ্বরপাশা বনিকপাড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান শুরু আজ

0
281

ফুলবাড়ীগেট প্রতিনিধি: খুলনা দৌলতপুর থানা মহেশ্বরপাশা বনিকপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সেবক বৃন্দের উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী ১৫তম বার্ষিকি মহা নামযজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। নামযজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করবেন রাজশাহীর ভাই ভাই সম্প্রদায়ের মাষ্টার অমিয় সরকার , সাতক্ষীরা গুরুকৃষ্ণ সম্প্রদায়ের পরিমল বাবু, গোপালগঞ্জের যুগলকৃষ্ণ সম্প্রদায়ের তৃপ্তি ঘরামী, বাগেরহাটের বন্ধন মুক্তি সম্প্রদায়ের অমর মন্ডল, যশোরের নবকৃষ্ণ সম্প্রদায়ের জয়দেব মন্ডল, বাগের হাটের সঙ্গীতা অষ্টসখী সম্প্রদায়ের লিলিমা রাণী, যশোর শ্রী গুরু সম্প্রদায়ের ধিমান সরকার। আয়োজনে দিলীপ কুমার দত্ত, কমলেশ চন্দ্র দাস, তপন কুমার দত্ত, চৈতন্য কুমার কুন্ডু প্রমুখ।