মহেশ্বরপাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চের কার্যক্রম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

0
443

খানজাহান আলী থানা প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের মহেশ্বরপাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চের কার্যক্রম বন্ধের প্রতিবাদে প্রধান ফটকের সামনে সদস্যরা বিক্ষোভ সমাবেশ পালন করছে। ৫দফা দাবীতে কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ্চ বাঁচাও আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে ১৫ জানুয়ারী হতে আন্দোলন চালিয়ে আসছিল এবং মন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিশপ জন হীরা’র একনায়কতন্ত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
আকস্মিকভাবে রবিবার সকালে প্রধান ফটকে তালা ও একটি নোটিশ টানিয়ে দেয় যাতে উল্ল্যেখ রয়েছে অনির্দিষ্টকালের জন্য মহেশ্বর পাশা কালভেরী এ্যাপোষ্টলিক চার্চ্চ এর কার্যক্রম বন্ধ এবং ১৯ জানুয়ারী হতে ১ মাসের জন্য স্কুল বন্ধ থাকবে, প্রয়োজনে বন্ধের সময় বাড়ানো হতে পারে। আদেশক্রমে চার্চের আমেরিকান পরিচালক। নোটিশ টানানো দেখে সদস্যরা রবিবার বিকাল ৪ টায় প্রধান ফটকের সামনে চার্চ্চ বাচাও আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালন করে। সংগ্রাম কমিটির আহ্বায়ক যোশুয়া মজুমদার এবং সদস্য সচিব এডিসন হীরা’র পরিচালনায় বক্তৃতা করেন অমিত গাইন, অলিরায়,মায়া হালদার, জেম্স রায়, হ্যাপি বৈরাগী, লীজা রায় ,সলমন বৈরাগী, লিটন মোন্ডল, মিসেস শুভাসিনি হালদার, বাদল বালা, কালেব মজুমদার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন আমরা দির্ঘ ৩৮ বছর যাবৎ চার্চের সকল প্রকার কর্মকান্ডে নিয়মিত ভাবে অংশগ্রহন করে আসছি কিন্তু দুখঃজনক হলেও সত্য যে আমাদের চার্চের প্রধান পুরোহিত আমাদের সদস্যদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে চার্চের অর্থ ও স্থাবর অস্থাবর সম্পত্তি এক নায়কতন্ত্রভাবে ভোগ দখল করে যাচ্ছে। বক্তারা অনতি বিলম্বে চার্চ্চ খুলে দেয়া সহ ৫ দফা দাবী মেনে নেয়ার জোর দাবী জানান, তা না হলে আরো কঠিন কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।