মহিষাডাঙ্গা প্রাইমারী স্কুলে আশ্রয়রতদের খোজ নিলেন বলাকা যুবসংঘের নেতৃবৃন্দ

0
424

আশাশুনি প্রতিনিধি:
সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের কারণে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ের মহিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়রতদের খোজখবর নিয়েছেন বলাকা যুবসংঘের নেতৃবৃন্দ।বুধবার (২০ মে) সন্ধ্যার মধ্যে আম্পান বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এজন্য বুধবার সকাল থেকে এলাকার মানুষ নিরাপদ আশ্রয়স্থান হিসাবে মহিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করেন।
বলাকা যুব সংঘের উপদেষ্টা সহকারী অধ্যাপক হিরুলাল বিশ্বাস, বলাকা যুব সংঘের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক দেবব্রত বিশ্বাস দেবু, সংঘের সভাপতি নিমাই বিশ্বাস, সহ-সভাপতি ব্যাংকার তন্ময় সরকার উপস্থিত হয়ে আশ্রয়রতদের খোজখবর নেন ও সামাজিক দুরত্ব মেনে দূর্যোগ মোকাবিলা করার অাহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য বিশ্বনাথ সরকার, স্বাস্থ্যকর্মী অমিত সরকার,সংঘের সহ-সভাপতি সুমন বিশ্বাস, সদস্য অতনু সরকার, দিলীপ গাইন, সুখেন বিশ্বাস, অনিমেষ সরকার, মুরারী সরকার, আনসার ভিডিপির গোপাল বিশ্বাস, মিনতী সরকার, গ্রামপুলিশ ভবতোষ সরকার প্রমূখ।