মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যনির্বাহী কমিটির সভা

0
348

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির এক সভা মঙ্গলবার বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড মনির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলস শ্রমিকদের পাওনাদি এখনও পরিশোধ না করায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, একই সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকলের উৎপাদন বন্ধ করে ২৪টি মিলের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হচ্ছে কিন্তু‘ মালিকানার দোহাই দিয়ে আলীম জুট মিল মিলের পাওনাদি পরিশোধ থেকে বিরত রয়েছে। সভায় নেতৃবৃন্দ অবিলম্বে আলীম জুট মিলের পাওনাদি পরিশোধের জোর দাবী জানান। সভায় নেতৃবৃন্দ অপর এক প্রস্তাবে একটি সাজানো, হয়রাণি ও ষড়যন্ত্রমূলক মামলায় গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার আদালত পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য ও খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আঃ সাত্তার মোল্লাকে সাজা প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কমরেড আঃ সাত্তার মোল্লা যখন রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যা”েছন, ঠিক তখনই তাঁকে সাজা প্রদান করা হলো। নেতৃবৃন্দ অবিলম্বে কমরেড আঃ সাত্তার মোল্লা’র নিঃশর্ত মুক্তির দাবী করেন। অপরদিকে সভায় উপমহাদেশের অন্যতম কমিউনিস্ট নেতা, তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৭ জানুয়ারি ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।