মহসেন জুট মিল শ্রমিকদের রাজপথ অবরোধ সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

0
221

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে রাজপথ অবরোধ সফল করার লক্ষ্যে ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শ্রমিক কলোনিতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মিলের প্রধান ফটক ঘুরে গাফফার ফুড মোড়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। পথ সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন মিল মালিক ৭ সেপ্টেম্বর সোমবার সিবিএ’র কতিপয় দালালদের নিয়ে মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতৃবৃন্দদের বৈঠকের প্রস্তাব রাখেন। কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ রেখে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে মিল মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবোনা বলে মিল মালিকের প্রস্তাব পত্যাখান করেছি। এছাড়া আমাদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপরে মিল মালিক কোন পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি শান্তিপুর্নভাবে পালন করা হবে। এসময় শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দের অনুরোধে, প্রশাসনের সাথে সমন্বয় করে মঙ্গলবার অবরোধ কর্মসূচি ১ ঘন্টার স্থলে আধা ঘন্টা শান্তিপুর্নভাবে পালন করা হবে। শ্রমিকদের এ কর্মসূচি পালনে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় শ্রমিক নেতারা বলেন চুড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে জেলা প্রশাসক এর মাধ্যমে লিখিত ভাবে যদি কোন সুষ্ঠ সমাধান না হয়, তাহলে মঙ্গলবার অবরোধ কর্মসূচি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। মিছিল পূর্বক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন মিলের শ্রমিক মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা, সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আঃ রহমান মোড়ল, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। এ দিকে সোমবার সকাল সাড়ে ১০ টায় মিলের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিবিএ নেতাদের নিয়ে মিলের ভিতরে প্রবেশ করলে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এসময় খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌছানোর পর সিবিএ নেতারা মিল থেকে বের হয়ে যায়।