মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে শ্রমিক জনসভা

0
171

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে ২১ আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় মহসেন জুট মিল শ্রমিক কলোনীতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন মোঃ এরশাদ আলী। মিহির রঞ্জন বিশ্বাসের পরিচালনায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আমির মুন্সি, আবু জাফর, খলিল খন্দকার, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, আবজাল হোসেন, আনোয়ার হোসেন, আলতাফ ফকির, শেখ আবদুল্লাহ, আমজাদ হোসেন, মান্নান, মঙ্গল, সালাম খান, সোহরাব হোসেন, কিসমত আলী, আব্দুল হান্নান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, গত ২৬ জুলাই খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী ১ মাসের ভিতর চুড়ান্ত বিল পরিশোধের সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে ২২ আগষ্ট শনিবার সন্ধায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র সাথে আন্দোলনরত শ্রমিকদের বৈঠক, ২৪ আগষ্ট সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করবে বলে আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দ জানান।