মংলায় বিদেশী সিগারেটসহ পাচারকারী আটক 

0
371

মংলা (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস :
মংলায় শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় বিদেশী সিগারেটসহ এক পাচারকারীকে আটক করেছে কোষ্টগার্র্ড। মঙ্গলবার দুপুর একটার দিকে বন্দরের শিল্প এলাকায় থেকে সিগারেটসহ হাতে নাতে তাকে আটক করা হয়।
কোষ্টগার্ড জানায়, এক পাচারকারী শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী সিগারেট পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজিবেইস মংলার একটি টহল দল বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায়।এসময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ঊঝঝঊ ব্রান্ডের ৮৪ হাজার পিচ বিদেশী সিগারেটসহ  মোঃ জাহিদ হাসান (২৬)কে আটক করা হয়েছে। সিগারেট পাচারকারী খুলনা জেলার,পাইকগাছা থানার গোপালপুর এলাকার মোঃ রফিকুল গলদারের ছেলে। আটককৃত সিগারেটের আনুমানিক  বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় কোষ্টগার্ড। ঊল্লেখ্য, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট গুলো পাচারের উদ্দেশ্য নেওয়া হচ্ছিল। কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি রাজস্ব আদায়ে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল ও পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ####