ভোটের প্রচারে ট্রাম্প

0
177

টাইমস বিদেশ :
করোনাভাইরাস ধরা পড়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রচারে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার ফোরিডা রাজ্যের সানফোর্ডে উন্মুক্ত ¯’ানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি মাস্ক ছাড়াই উপ¯ি’ত হন বলে জানিয়েছে বার্তা সং¯’া রয়টার্স। চলতি সপ্তাহে কথিত ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে ছয়টি সমাবেশ করার পরিকল্পনা করেছেন ট্রাম্প, তারমধ্যে এদিন প্রথমটি অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার লোক উপ¯ি’ত ছিলেন। তাদের অধিকাংশেরই মুখে কোনো সুরক্ষা আবরণ (মাস্ক) ছিল না এবং তারা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প উপ¯ি’ত সমর্থকদের উদ্দেশ্যে মাস্ক ছুড়ে দেন এবং বারবার কোভিড-১৯ রোগ থেকে নিজের সেরে ওঠা নিয়ে কথা বলেন। আমি এই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। তারা বলেছে আমি মুক্ত। আমি খুব শক্তিশালী বোধ করছি,” বক্তৃতায় বলেন ট্রাম্প। প্রায় এক ঘণ্টার বক্তৃতায় তিনি আরও বলেন, “এখানে উপ¯ি’ত প্রত্যেককে আমি চুমু দেব, আমি পুরুষদের এবং সুন্দরী নারীদের চুমু দেব, আমি আপনাদের বিশাল একটি চুমু দেব।”ফোরিডা সমাবেশের মধ্য দিয়ে ট্রাম্প ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে টানা তিন সপ্তাহের নির্বাচনী প্রচারণায় ফিরে আসলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের জনমত জরিপে দেখা গেছে, ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট তার ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে ক্রমেই পিছিয়ে পড়ছেন। রয়টার্স বলছে, সানফোর্ডের সমাবেশে ইঙ্গিত মিলেছে যে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরও ট্রাম্প তার প্রচারণার ভঙ্গিতে পরিবর্তন আনেননি; যে ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রের ৭৮ লাখ লোক আক্রান্ত হয়েছেন, ২ লাখ ১৪ হাজার লোকের ম”ত্যু হয়েছে আর লাখ লাখ লোক কর্মহীন হয়েছেন। করোনাভাইরাস লকডাউনের কারণে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে হয়েছে বলে সমাবেশে মন্তব্য করেছেন তিনি। “ঝুঁকিপূর্ণ হলেও এ থেকে বেরিয়ে আসতেই হতো,” সমর্থকদের বলেন তিনি আর তারা শ্লোগান দেয়, “আমরা তোমাকে ভালোবাসি।” প্রচারণা সমাবেশে সমর্থকদের ও হোয়াইট হাউসের কর্মীদের সুরক্ষা মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে উৎসাহিত না করতে পারার জন্য ট্রাম্পকে দায় দিয়েছেন সমালোচকরা। হোয়াইট হাউসে তার অন্তত ১১ জন ঘনিষ্ঠ সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্প সনাফোর্ডে সমাবেশ করার সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যাš’নি ফাউচি সিএনবিসি চ্যানেলকে বলেছেন, সার্বিকভাবে ফেইস মাস্ক ব্যবহার ও জনসমাবেশ এড়ানো উৎসাহিত করতে না পারলে যুক্তরাষ্ট্র ‘ব্যাপক সমস্যায় পড়বে’। ফোরিডায় ট্রাম্পের সমাবেশের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস জানায়, পরপর কয়েকদিনের পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ এসেছে এবং তার মাধ্যমে অন্যান্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর কোনো ঝুঁকি নেই।