ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ওপর জনসচেতনতামূলক সেমিনার

0
341

তথ্য বিবরণী:
‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার’ বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ব্যবসায়ীদেরকে দেশের আইন-কানুন মেলে চলে ব্যবসা পরিচালনা করতে হবে। আইনের ব্যত্যয় ঘটলে অপ্রীতিকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয়। এর ফলে ব্যবসায়ী ও জেলা প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ব্যবসায়ীরা তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটবে না। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ব্যবসাক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা। ভোক্তদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপপরিচালক এসএম নাজিমুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার প্রমুখ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।