ভূমি আপীল বোর্ডের বিদায়ী চেয়ারম্যান উম্মুল হাছনা-এঁর সংবর্ধনা

0
166

তথ্য বিবরণী:
ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সচিব উম্মুল হাছনা সফল কর্মজীবন শেষে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। উল্লেখ্য, তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের নিজস্ব সর্বোচ্চ দুটি ক্যাডার পদেই (ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান) দায়িত্বপালন করেছেন। সোমবার অপরাহ্নে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ও ভূমি আপীল বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো: মোকাব্বির হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে ভূমি আপীল বোর্ডের বিদায়ী চেয়ারম্যান উম্মুল হাছনাকে অত্যন্ত দক্ষ ও মেধাবী সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে বর্ণনা করে বলেন, তিনি তাঁর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ভূমি আপীল বোর্ডের কর্মকাÐ একই ধারাবাহিকতায় দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাবেন। এসময় ভূমি আপীল বোর্ডের বিদায়ী চেয়ারম্যান উম্মুল হাছনা তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানান। তিনি ভূমিমন্ত্রী সহ ভূমি পরিবারের সবাইকে ধন্যবাদ জানান তাঁকে সহযোগিতা করার জন্য। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ২০২০ তারিখ থেকে ২৫ ফেব্রæয়ারি ২০২১ পর্যন্ত উম্মুল হাছনা ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সচিব পদে পদোন্নতি পান। এর পূর্বে, ভারপ্রাপ্ত সচিব হিসেবে তিনি কিছুদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয় সহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। উম্মুল হাছনা ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। গত ২৩ ফেব্রæয়ারী ২০২১ তারিখ মো: মোকাব্বির হোসেন সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং ২৫ ফেব্রæয়ারী, ২০২১ তারিখ তিনি ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন। ভূমি আপীল বোর্ডে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয় সহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মো: মোকাব্বির হোসেন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। ভূমি ব্যবস্থাপনা ও ভূমি রাজস্ব আদায়ের জন্য ১৭৭৬ সালে ঔপনিবেশিক আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক গঠিত “বোর্ড অব রেভিনিউ”স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বিলুপ্ত করে এই বোর্ডের সকল দায়িত্ব তৎকালীন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হয়। এ ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে ভূমি প্রশাসন পরিচালনা, আপীল নিষ্পত্তি ইত্যাদি অতিরিক্ত দায়িত্ব ভূমি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হলে তা নীতি নির্ধারণীর মূল দায়িত্বের জন্য অতিরিক্ত চাপের সৃষ্টি করে। পরবর্তীতে ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনকল্পে ১৯৮১ সালে “ভূমি প্রশাসন বোর্ড” সৃষ্টি করা হয়। পরবর্তীতে জাতীয় ভূমি সংস্কার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৯ সালে ভূমি প্রশাসন বোর্ডকে ভেঙ্গে যথাক্রমে ভূমি আপীল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ড নামে দুটি বোর্ডের সৃষ্টি করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভূমি বিষয়ক সমুদয় আইনের অধীনে ভূমি আপীল বোর্ড আপীল/রিভিশন মামলা নিষ্পত্তি করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – রাজস্ব সম্পর্কিত ভূমি সংক্রান্ত মামলা, নামজারি ও খারিজ মামলা, সায়রাত ও জলমহাল সংক্রান্ত মামলা, ভূমি রেকর্ড সম্পর্কিত মামলা, ভূমি উন্নয়ন কর সার্টিফিকেট মামলা, খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত মামলা, পি,ডি,আর এর আওতায় দায়েরকৃত রিভিশন বা আপীল মামলা, অর্পিত, পরিত্যক্ত ও বিনিময় সম্পত্তি বিষয়ক মামলা, ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত মামলা। অধস্তন ভূমি আদালত সমূহের কার্যক্রম পরিদর্শন, অণুবীক্ষণ ও মূল্যায়ন করা এবং ভূমি সংক্রান্ত আইন, আদেশ ও বিধি সম্পর্কে সরকার কর্তৃক প্রেরিত বিষয়াদিতে পরামর্শ দান করাও ভূমি আপীল বোর্ডের অন্যতম কাজ।