ভিডিও কনফারেন্সে অভিযোগ শুনানীতে অংশ নিলেন দেবহাটার ইউএনও সাজিয়া আফরীন

0
378

দেবহাটা প্রতিনিধি: পৃথিবীর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বর্তমানে সরকারের ডিজিটাল বাাংলাদেশ গড়ার স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। আর এর ফলে এক দেশ থেকে আরেক দেশে বা দেশের এ প্রান্তথেকে অপর প্রান্ত পর্যন্ত ভিডিও কনফারেন্স’র মাধ্যমে সরাসরি কথা বলার বা দেখার জন্য সুযোগ পাওয়া যাচ্ছে। এ সব সুবিধা থাকার ফলে বাংলাদেশে এই প্রথমবারের মত ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে একটি অভিযোগের শুনানী শেষে নিষ্পত্তি করেছে তথ্য কমিশন । সোমবার সকাল ১০ টার দিকে রাজধানীর আগারগাও তথ্য কমিশনের কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেবহাটা উপজেলা ও লক্ষীপুরের সদর উপজেলার পৃথক পৃথক দুটি অভিযোগের শুনানী ও নিষ্পত্তি হয়। এতে অংশ নেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ সময় তথ্য কমিশনের কার্যালয় থেকে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও তথ্য কমিশনার আব্দুল মালেক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় দায়েরকৃত অভিযোগের বাদী শাহজান সিরাজী ও বিবাদী দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক ভিডিও কনফারেন্সিং-এ শুনানীতে অভিযোগের প্রেক্ষিতে স্ব পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।পরে তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামানিক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতির মাধ্যমে দায়েকৃত অভিযোগটির নিষ্পত্তি করা হয়।