ভারী তুষারপাতের কবলে রাশিয়ার মস্কো

0
410

টাইমস ডেস্ক : ছয় দশকের মধ্যে ভারী তুষারপাতের কবলে রাশিয়ার মস্কো। তুষারঝড়ের দ্বিতীয় দিনে একজন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন। বিরূপ আবহাওয়ায় দেড়শোরও বেশি ফ্লাইট- শিডিউল বিপর্যয়ে পড়ে।
মস্কোর মেয়র জানান, শনিবারের তুষার ঝড়ে এ পর্যন্ত দুই হাজার গাছ উপড়ে পড়েছে। অনেক এলাকাতেই বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।
বরফ সরানোর জন্য বেশ কিছু সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, ৬২ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে। আরও দুইদিন এ তুষারঝড় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।