ভারতে ফিরছেন না জাকির নায়েক

0
442

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে ফিরছেন না বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার মালয়েশিয়া সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছিল, মঙ্গলবারই ভারতের উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমানে উঠছেন জাকির নায়েক।

জাকির নায়েকের আইনজীবী দাতো শাহারউদ্দিন আলি তার মক্কেলের বরাত দিয়ে বলেছেন, ‘এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।’

নায়েক বলেছেন, ‘যতক্ষন পর্যন্ত অন্যায় বিচার থেকে নিজেকে নিরাপদ বোধ না করছি ততক্ষণ পর্যন্ত আমার ফেরার কোনো পরিকল্পনা নেই। যখন আমি মনে করব সরকার ন্যায্য ও স্বচ্ছ, তখন নিশ্চিতভাবে আমি আমার দেশে ফিরে যাব।’

নায়েকের আইনজীবী দাতো শাহারউদ্দিন আলি জানিয়েছেন, মালয়েশিয়া সরকার নায়েককে ভারত ফেরত পাঠাবে সেধরণের কোনো বাস্তব তথ্য নেই। এছাড়া তাকে অন্য রাষ্ট্রের কাছে প্রত্যার্পণের কোনো কাগজও দেওয়া হয়নি।

ঢাকায় হলি আর্টিজানে জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে জাকির নায়েকের লেকচারের মাধ্যমে কয়েকজন জঙ্গি অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর ভারত সরকার নায়েকের বিরুদ্ধে তদন্তে নামে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার।