ভারতে আটকেপড়া বাংলাদেশিদের বাংলাবান্ধা দিয়ে দেশে ফেরানো হবে

0
252

খুলনাটাইমস: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভারতের বিভিন্ন এলাকায় আটকেপড়া কয়েকজন বাংলাদেশি নাগরিককে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে জানানো হয়, সম্প্রতি বিশ্বে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতার কারণে ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় বাংলাদেশি এসব নাগরিক ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়ে। এরা চিকিৎসাসহ নানা কারণে বিভিন্ন সময়ে ভারতে যান। সরকারি নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে তাদের স্থলবন্দর এলাকা সংলগ্ন স্থানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বলেন, বাংলাদেশি নাগরিকদের যারা দেশে ফিরতে চান, তাদের দেশে আনার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। তাদের থাকা, খাওয়া এবং চিকিৎসাসহ যাবতীয় সুবিধা দেওয়া হবে। জেলা প্রশাসকের আহ্বানে বৈঠকে উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু প্রমুখ।