ভারতের হাসপাতালে আগুনে ১৬ কোভিড রোগী, ২ নার্সের মৃত্যু

0
148

টাইমস ডেক্স : ভারতে হাসপাতালে অগ্নিকান্ডে শনিবার সর্বশেষ কমপক্ষে ১৬জন কোভিড -১৯ রোগী ও দু’জন নার্সের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। খবর এএফপি’র।
পশ্চিম গুজরাট রাজ্যের ভুরুচের চারতলা হাসপাতালে প্রায় ৫০ জন রোগী থাকা অবস্থায় বেলা ১ টায় (গ্রিনিজ মান সময় ০৭৩০ টায়) আগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র সিনহা ছুদসামা এএফপিকে বলেন, ‘১৬ জন রোগী ও দু’জন নার্সসহ মোট মৃতের সংখ্যা ১৮ জন।’ তিনি জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে যে হাসপাতালের আইসিইউতে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে।’
২৩ এপ্রিল মুম্বাইয়ের উপকণ্ঠে এক অগ্নিকান্ডে ১৩ জন কোভিড-১৯ রোগী মারা যায়, এর কিছুদিন পর মহারাষ্ট্রের একটি ক্লিনিকে আরেকটি অগ্নিন্ডকান্ডে ২২ জন মারা যায়।
ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অর্থভাবে নাজুক হয়ে পড়ে। নতুন করে ভাইরাসের প্রাদুর্ভাবে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের শয্যার ঘাটতি গুরুতর সংকট সৃষ্টি করেছে। কিছু অঞ্চলে হাসপাতালের বাইরে রোগীরা মারা যাচ্ছে।