ভারতকে হারিয়ে পঞ্চমবারের মত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

0
223

খুলনাটাইমস স্পোর্টস : ভারতকে হারিয়ে পঞ্চমবারের মত নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। আজ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে অসিরা ৮৫ রানে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। এর আগে ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। বিশ্ব নারী দিবসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৮৬, ১৭৪জন ক্রিকেটপ্রেমি। শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন অস্ট্রেলিয়ার দুই ওপেনার আলিসা হিলি ও বেথ মুনি। প্রথম ওভারেই তিনটি চার মারেন হিলি ও মুনি। তবে পঞ্চম ডেলিভারিতে হিলির ক্যাচ ফেলে ভারতের ফিল্ডাররা। জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি অস্ট্রেলিয়া পুরুষ দলে বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলি। স্ত্রীর খেলা দেখতে দক্ষিণ আফ্রিকার সফরের মাঝপথে দেশে উড়ে আসেন স্টার্ক। আজ খেলাও দেখেছেন তিনি। হিলি-মুনির চার-ছক্কার ফুলঝুড়িতে প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে ৪৯ রান পায় অস্ট্রেলিয়া। হিলির পর ক্যাচ দিয়ে জীবন পান মুনিও। ১০ ওভার শেষে ৯১ রান তুলেও অবিচ্ছিন্ন ছিলেন হিলি-মুনি জুটি। বাউন্ডারি মেরে ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হিলি। তবে ১২তম ওভারের চতুর্থ বলে হিলিকে বিদায় দেন ভারতের বাঁ-হাতি স্পিনার রাধা যাদব। ১১৫ রানে ভাঙ্গে হিলি-মুনি জুটি। ৭টি চার ও ৫টি ছক্কায় ৩৯ বলে ৭৫ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিলি। হিলিকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার রানের লাগাম টেনে ধরার চেষ্টা করে ভারতের বোলাররা। পরের দিকে, আরও ৩ উইকেট তুলেও নিয়েছিলেন তারা। কিন্তু এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুনি। ১০টি চারে ৫৪ বলে অপরাজিত ৭৮ রান করেন মুনি। ফলে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের দিপ্তি শর্মা ২টি উইকেট নেন। ১৮৫ রানের জয়ের লক্ষ্যে প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ৩০ রানের মধ্যে ৪ উইকেটের পতন হয় তাদের। মিডল-অর্ডারে লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ হয় ভারতের ব্যাটসম্যানরা। ফলে ১৯ দশমিক ১ ওভারে ৯৯ রানে অলআউট হয় ভারত। চারজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন দিপ্তি। অস্ট্রেলিয়ার মেগান স্কুট ১৮ রানে ৪ ও জেস জোনাসেন ২০ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার হিলি। টুর্নামেন্ট সেরা হন একই দলের মুনি।
নারীদের টি-২০ বিশ্বকাপের রোল অব অনার :
সাল স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্স-আপ
২০০৯ ইংল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০১০ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১২ শ্রীলংকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৪ বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৬ ভারত ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
২০১৮ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড