ব্রাজিলকে এই হার বেড়ে উঠতে সাহায্য করবে

0
327

খুলনাটাইমস স্পোর্টস: টানা ১৭ ম্যাচের অজেয় যাত্রা থেমেছে পেরুর কাছে হেরে। স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল। তবে দলটির ডিফেন্ডার ফাগনের হারের মধ্যে খুঁজছেন ইতিবাচক কিছু। তার বিশ্বাস পেরু ম্যাচের হার দলের বেড়ে ওঠায় কাজে আসবে। লস এঞ্জেলসে বাংলাদেশ সময় বুধবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৮৫ তম মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন পেরুর ডিফেন্ডার লুইস আব্রাহাম। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর থেকে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর ব্রাজিল ফের পায় হারের স্বাদ। শেষ দিকের গোলে হারের হতাশা টিভি গেøাবেকে জানান করিন্থিয়ান্সের ডিফেন্ডার ফাগনের। জানান ব্যর্থতা থেকে ইতিবাচক কিছু নেওয়ার কথাও। “দক্ষিণ আমেরিকার ফুটবলের শক্তির দিকটা আমরা জানি। এখানে কোনো ছোট দল নেই।” “ম্যাচে আমরা ধারাবাহিক খেলছিলাম এবং গোলের সুযোগও তৈরি করেছিলাম। শেষ দিকে সেট-পিস থেকে আমাদের গোল খেতে হলো।” “বিশ্বকাপ বাছাইয়ে উন্নতি করার জন্য যত দ্রæত সম্ভব এই ধরণের ম্যাচগুলো থেকে আমাদের বেড়ে ওঠা এবং পরিপক্ক হয়ে ওঠা দরকার।” হারটা মেনে নিয়ে সামনের করণীয় নিয়ে ভাবার পক্ষে ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। “এই ম্যাচগুলো আমাদের একটা দল হয়ে বেড়ে উঠতে সাহায্য করবে। জেতা এবং শান্তভাবে জয়ের দিকে যাওয়ার গুরুত্বটা আমরা জানি। কিন্তু হারতে পারি এটাও আমরা জানি। তবে হার থেকে শিক্ষা নিয়ে আমাদের বেড়ে উঠতে হবে।”