বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কর ছাড়ের সিদ্ধান্ত চীনের

0
373

টাইমস ডেস্ক :
বিনিয়োগ বাড়াতে স্বল্পমেয়াদে কর সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। সম্প্রতি নতুন করনীতি নিয়ে এ ঘোষণা দিয়েছে দেশটির অর্থ মন্ত্রানালয়।

বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু বিনিয়োাগ পরিবেশ তৈরির পাশাপাশি বৈদেশিক বিনিয়োাগ বাড়াতে কাজ করছে চীন। সম্প্রতি কর ছাড়ের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। সংস্কারমূলক এ পদক্ষেপ এখন অনুসরণ করছে চীন। এতে প্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ হারে কর পরিশোধ করতে হবে।

তবে এ সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দেয়া হয়েছে। চীনা ব্যবসা থেকে অর্জিত মুনাফা উৎপাদন, সেবা, গবেষণা এবং অবকাঠামো উন্নয়ন খাতে সরাসরি বিনিয়োগ করতে হবে। এ ক্ষেত্রে দেশটির উত্তরাঞ্চলকে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে।

পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এ ব্যবস্থা, এতে ২০১৭ সালের জন্য কর অব্যাহতি পাবে প্রতিষ্ঠানগুলো।