বেনাপোলে চেকপোষ্ট কাস্টমস বিপুল ভারতীয় গার্মেন্টস সামগ্রী জব্দ

0
316

শার্শা প্রতিনিধি:
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর যশোর বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস হাউজে একজন পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় গার্মেন্টস ও মালামাল জব্দ করেছে কর্ম রত কাস্টমস কর্মকর্তারা।
বুধবার কাস্টমস সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টার সময় ভারত ভ্রমণ শেষে বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের কাজ সম্পন্ন শেষে চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার কয়একটি ল্যাগেজের মধ্যে বিপুল পরিমাণের ভারতীয় গার্মেন্টস – ওয়ান পিছ ১৮০ পিচ, নাইটি ১০ পিচ, পাঞ্জাবি ২৫ পিচ, টু পিছ ২৪ পিচ, থ্রি- পিছ ২২ পিচ, শাড়ী ৩ পিচ, প্যান্ট ৫ পিচ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। এক জন পাসপোর্ট যাত্ৰী যে মালা মাল পান সে গুলো যাত্রীকে দেওয়া হয়েছে। অতিরিক্ত মালামাল নিয়ম বহির্ভূত না হওয়ায় সেগুলো ডিএম করা হয়। তিনি আরও বলেন, উক্ত মালামাল পাসপোর্ট যাত্রী চাইলে সরকার নির্ধারিত সকল ট্যাক্স পরিশোধের মাধ্যমে নিতে পারবেন।