বুলেট ট্রেন চলবে ঢাকা-রাজশাহী-সিলেট

0
627

অনলাইন ডেস্কঃ   

দেশের বিভিন্ন রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়; আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত বুলেট ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। বললেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বগুড়া জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মাণ দ্রুত শুরু করার অনুরোধ জানান। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণের দাবি জানান।

এছাড়া একই লাইনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন, প্ল্যাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান তিনি।

কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণ কমিউটার ট্রেন চালানোর দাবি উত্থাপন করেন ঢাকা জেলা প্রশাসক।

রেলপথমন্ত্রী এ সময় জেলা প্রশাসকদের বলেন, বর্তমান সরকারই রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত রেল খাতে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।

এর আগে জেলা প্রশাসকদের মধ্য থেকে ৭টি লিখিত প্রস্তাব পেশ করা হয়। রেলপথ সচিব মোফাজ্জেল হোসেন এসব প্রস্তাবের জবাব দেন।