বুধহাটায় নমুনা শস্য কর্তন

0
429

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার বুধহাটায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে সোমবার এ শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত কৃষ্ণপদ ঘোষের পুত্র কৃষক মহাদেব ঘোষ তার ২ বিঘা জমিতে বিনা-৭ জাতের ধান চাষ করেন। কৃষি বিভাগের সার্বিক পরামর্শ ও কারিগরি সহযোগিতা নিয়ে তিনি জমি পরিচর্যা করেন। জমির নমুনা শস্য কর্তন করে দেখা গেছে, জমিতে হেক্টর প্রতি ৪.৬ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। শস্য কর্তনকালে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিয়ার রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, কৃষক মহাদেব ঘোষ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।