বুধহাটায় কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
204
Exif_JPEG_420

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় কেরাত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বুধহাটা উত্তরপাড়া ঢালীবাড়ী প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোহাগ ঢালী, সাব্বির গাইন, সোহাল ঢালী, সবুজ ঢালী, ইমন হোসেনের উদ্যোগে কেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে গোবরদাড়ী দেলবার সরদার এতিমখানা মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম, ২য় স্থান অধিকার করে বাওচাষ এতিমখানা মাদ্রাসার ছাত্র আবু রায়হান ও ৩য় স্থান অধিকার করে বাওচাষ এতিমখানা মাদ্রাসার ছাত্র এহসানুর রহমান। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বুধহাটা কওছারীয়া দাখিল মাদ্রাসার ছাত্র সোহেল হোসেন, ২য় স্থান অধিকার করে জি.ফুলবাড়ী এতিমখানা মাদ্রাসার ছাত্র জাহিদ হোসেন ও ৩য় স্থান অধিকার করে বুধহাটা কওছারীয়া দাখিল মাদ্রাসার ছাত্র জাকির হোসেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মাওঃ আব্দুল ওহাব, মাওঃ রহমতুল্লাহ, মাওঃ রুহুল আমিন, মাওঃ জাহিদুল ইসলাম, মাওঃ আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ ঢালী, রুহুল আমিন ঢালী (রুলি), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ বুধহাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন প্রমূখ। প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা কপোতাক্ষ শিল্পগোষ্ঠীদের অংশগ্রহনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।