বিশ্ব নিয়ে যা বললেন অনন্ত জলিল

0
85
বিশ্ব নিয়ে যা বললেন অনন্ত জলিল

টাইমস বিনোদন: চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল। প্রায় নয় বছর পর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনার সিনেমায় বরাবরের মতো এ নায়কের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা ও তার সহধর্মীনি বর্ষাকে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কজন অভিনেতা-অভিনেত্রী। ইতোমধ্যে জোরকদমে চলছে ছবিটির অনলাইন-অফলাইন প্রচারণা। ‘দিন দ্য ডে’ সিনেমায় আপনাকে কোন চরিত্রে পাচ্ছেন দর্শক? এ নায়ক বলেন, আমি স্পেশাল ফোর্সের একজন কমান্ডার। আমাকে পাঠানো হয় প্রবাসী ভাই-বোনদেরকে উদ্ধার করার জন্য। বাংলাদেশ থেকে তুর্কি, সেখান থেকে আফগানিস্তানসহ বিভিন্ন জায়গায় যাই। অসম্ভবকে সম্ভব করা আপনার কাজ। এবার এই সিনেমায় কী কী অসম্ভবকে সম্ভব করলেন? অনন্ত জলিল বলেন, দেখেন আমি সবসময় খেয়াল রাখি বিশ্বে কী চলছে। প্রথমত বাংলাদেশের শিল্পী হিসেবে ভাগ্যবান মনে করি যে এত বড় আয়োজনের ছবি করতে পেরেছি। আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের ডিজিটাল যুগের সূচনা হয় আমার চলচ্চিত্র ‘খোঁজ দ্যা সার্চ’র মাধ্যমে। তখনই আমি বুঝতে পারি পৃথিবী আর এনালগে থাকবে না। পরবর্তীতে আরও অনেক মানসম্পন্ন ও ব্যবসা সফল ডিজিটাল ছবি উপহার দেই। যারই ধারাবাহিকতায় ইরানের সঙ্গে চলচ্চিত্র নির্মাণে সিদ্ধান্ত নেই। ইরানের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের একটা বিশেষ কারণ হলো বাংলাদশেী চলচ্চিত্রের বিদেশি মার্কেট ধরা। এই ছবিটি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত হয়েছে। আর দৃশ্য ধারণ করা হয়েছে ইরান, তুরস্ক, আফগানিস্তান এবং বাংলাদেশে। আফগানিস্তানের দূর্গম পাহাড়ী এলাকায় দৃশ্য ধারণ করা হয়। সেখানে ভ‚মিতে শুধু পাথর আর পাথর, ওখানে উট দিয়ে দৃশ্যধারণ করা আমাদের জন্য খুব কষ্টসাধ্য ছিল। প্রত্যাশা কেমন সিনেমাটি নিয়ে? অনন্ত বলেন, এখন দেখার পেলা। বেশি কিছু বলতে চাই না। বাকিটা ঈদে মুক্তির সময় পুরো ছবি দেখতে দর্শক বুঝবেন। আশা করি সবাই ছবিটি দেখতে হলে আসবেন।