বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

0
495

তথ্যবিবরণী : ‘কার্যকর টিকা, সকলের সুরক্ষা’ প্রতিপাদ্য সামনে রেখে ২৪ থেকে ৩০ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব টিকাদান সপ্তাহ। এ উপলক্ষে আজ সকালে খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ রওশন আনোয়ার বলেন, বিশ্ব টিকাদান সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে, বাদপড়া সকল শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করা। এজন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। টিকা প্রদানের সুফল এবং টিকা দেয়া না হলে কী ধরণের ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে তা শিশুর অভিভাবককে বুঝাতে হবে। এ্যাডভোকেসি সভায় স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাগণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।