বিশুদ্ধ পানি পানে খুলনা প্রেস ক্লাব কতৃপক্ষের হাতে মেশিন হস্তান্তর সিরাকোর

0
405

সাংবাদিকদের বিশুদ্ধ খাবার পানি পানের জন্য সিরাকো জাপান কোম্পানী খুলনা অফিসের পক্ষে অনুদান হিসেবে খুলনা প্রেস ক্লাব কতৃপক্ষের হাতে মেশিন হস্তান্তর করেন এড.মোঃ ইকবাল হোসেন ।
সিরাকো জাপান কোম্পানী কতৃপক্ষ জানান, মানব শরীরের রক্ত মাংস সহ প্রতিটি অঙ্গে পানির প্রয়োজনীয়তা অপরিহার্য। দুষিত পানি পান ও ব্যবহারের কারনে আমাদের শরীরে কিডনি স্টোন,গলব্লাডার স্টোন,লিভার ক্যান্সার,পাইলস,চামড়ার রোগ,গ্যাসটিক আলসার সহ নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। যা বিগত কয়েক বছরের চেয়ে বর্তমানে অনেক বেশী মানুষকে আক্রান্ত করছে বলে বিভিন্ন চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা যায়। সাংবাদিকগন জাতির বিবেক,তাদের সুস্থ্য সবল রাখতে এবং উপরোক্ত রোগের প্রভাব কমাতে সাংবাদিকদের কল্যানে আমাদের এ প্রয়াস।
আজ সন্ধায় খুলনা প্রেস ক্লাবে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এ কে হিরু, এস এম নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মল্লিক সুধাংশু, রফিউল ইসলাম টুটুল, মাহবুবুর রহমান মুন্না, মোঃ মাছুম বিল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি