বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে খুবি কর্তৃপক্ষের বক্তব্য

0
462

খবর বিজ্ঞপ্তি: স্থানীয় ও জাতীয় বেশ কিছু পত্রপত্রিকা, অনলাইন পোর্টালে সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের দ্বারা সংঘঠিত ঘটনার যে তথ্য প্রকাশিত হয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জনমনে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ এ বিবৃতি প্রদান করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃঢ়তার সাথে উল্লেখ করতে চায় যে, ঘটনা অবহিত হওয়ার পরপরই ঐ ছাত্রের বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সাথে প্রাপ্ত অভিযোগ তদন্তের জন্য নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। কমিটি এ ঘটনা তদন্তে অত্যন্ত তৎপর এবং কর্তৃপক্ষ আশা করছেন কয়েক দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। কমিটির রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বা কাল ক্ষেপণের সুযোগ নেই। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণœকারী সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পিছ পা হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিপীড়িত ছাত্রীকে প্রথমেই আইনী সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণে নিপীড়িত ছাত্রী ও তার পরিবারের পাশে থাকবে। অতএব বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের দৃঢ় অবস্থান নিয়ে কোনো প্রকার বিভ্রান্তির সুযোগ নেই।