বিপিএমপিএ খুলনার সায়েন্টিফিক সেমিনার

0
424
সংবাদ বিজ্ঞপ্তি:
১৮ই নভেম্বর শুক্রবার, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয় স্থানীয় একটি অভিজাত হোটেলে। সেমিনারের প্রতিবাদ্য বিষয় হল “Paediatric Surgery-Khulna Perspective” এ পেপারটি উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. শ.ম জুলকার নাইম। সেমিনারের চেয়ারপার্সন ছিলেন ডা.গাজী মিজানুর রহমান, অনারারী কনসালটেন্ট সার্জন, গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, খুলনা এবং ডা. মো: সোলায়মান, সহযোগী অধ্যাপক (অব.) ই.এন.টি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখার বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা. কাজি হাফিজুর রহমান।
সায়েন্টিফিক সেমিনারের আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের সহ-সভাপতি ডা. আর.কে নাথ, ডা. মোঃ বজলুল হক, ডা. মোঃ মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক ডা. মোঃ সওকাত আলী লস্কর, কোষাধ্যক্ষ ডা. এম.এ হান্নান, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক ডা. এম.বি জামান, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. গৌতম রায়, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোঃ আব্দুস সবুর, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মোঃ মাহমুদ হাসান লেনিন, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষায়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যগণ ডা. মোঃ শরাফত হোসেন, ডা. এম.আর খান, ডা.কানিজ ফাহমিদা, ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ডা. মোঃ নুরুল হক ফকির, ডা. মোঃ রিয়াজ শাহিদ (দিপু), ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা  -সহ সরকারী-বেসরকরী বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ।