বিপিএমপিএ, খুলনা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0
276

খবর বিজ্ঞপ্তি:
শুক্রবার, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় স্থানীয় একটি অভিজাত হোটেলে। সেমিনারের প্রতিবাদ্য বিষয় হল “Challenge of Cerebral Stroke” এ পেপারটি উপস্থাপন করেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজ, ঢাকার সাবেক প্রফেসর ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ ব্রিগেডিয়ার জেনারেল (প্রাক্তন) প্রফেসর ডা. আব্দুর রহমান সিদ্দিকী।

সেমিনারের চেয়ারপারসন ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর ডা. এম. এ. লতিফ। সঞ্চালনায় ছিলেন ডা. কাজি হাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, ডা. মো: সওকাত আলী লস্কর, ডা. বঙ্গ কমল বসু, ডা. এম. এ. হান্নান, ডা. মো: মামুনুর রশীদ, ডা. এম. বি. জামান, ডা. গৌতম রায়, ডা. মো: মাহমদ্র হাসান লেনিন, ডা. মো. আব্দুস সবুর, ডা. অপু লরেন্স বিশ্বাস, ডা. শাহীন নওরোজী, ডা. মো: শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো: সোলায়মান, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. সৈয়েদা জাহানারা মাহমদ্র, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. মোস্তফা-আল-মামুন।